‘দাদাগিরি’ নিয়ে ফিরছেন সৌরভ গাঙ্গুলী

| বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১:০৮ অপরাহ্ণ

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পর সৌরভ গাঙ্গুলীর ব্যস্ততা কয়েকগুণ বেড়েছে। এর উপর তার রাজনীতিতে প্রবেশের গুঞ্জন ও শারীরিক অসুস্থতা, একসঙ্গে এতকিছু সামাল দেওয়া কঠিন বলে হয়তো কানাঘুষা চলছি সঞ্চালনা ছাড়তে যাচ্ছেন প্রিন্স অব ক্যালকাটা! খবর বাংলানিউজের।
কিন্তু সৌরভ যে অলরাউন্ডার, সঞ্চালনা ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে ‘দাদাগিরি’র সিজন ৯ নিয়ে হাজির হওয়ার ঘোষণা দিলেন তিনি। ‘দাদাগিরি’র সেটে তোলা একটি ছবি শেয়ার করে সৌরভ গাঙ্গুলী লেখেন, শুরু হচ্ছে নতুন সিজন। সমপ্রতি ‘দাদাগিরি আনলিমিটেড’র অডিশনের প্রোমো প্রকাশ পেয়েছে। করোনা পরিস্থিতির জন্য অনলাইন হবে অডিশন। ২০০৯ সাল থেকে ভারতীয় বাংলা টিভি চ্যানেল জি বাংলায় প্রচার হচ্ছে জনপ্রিয় নন-ফিকশন শো ‘দাদাগিরি’। আস্তে আস্তে অনুষ্ঠানটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। দর্শকদের সরাসরি অংশগ্রহণে এর প্রতিটি পর্ব সাজানো হয়।

পূর্ববর্তী নিবন্ধপড়শী এবার বিচারক
পরবর্তী নিবন্ধপ্রকাশ্যে সন্তানের বাবার বিষয়ে মুখ খুললেন নুসরাত