পড়শী এবার বিচারক

| বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১:০৫ অপরাহ্ণ

চলতি সময়ের কণ্ঠশিল্পী পড়শীর ক্যারিয়ার শুরু হয় সংগীত বিষয়ক প্রতিযোগিতা ‘ক্ষুদে গানরাজ’-এর মাধ্যমে। ২০০৮ সালে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় ২য় রানার আপ হয়েছিলেন তিনি। এক যুগের ব্যবধানে আবারও সংগীত বিষয়ক প্রতিযোগিতায় ফিরছেন পড়শী। তবে এবার প্রতিযোগী নয়, বিচারক হয়ে। খবর বাংলানিউজের।
টেলিভিশন চ্যানেল আরটিভিতে শুরু হতে যাচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক প্রতিযোগিতা ‘ইয়াংস্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শো’য়ের বিচারকের আসনে বসতে দেখা যাবে পড়শীকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শো’র বিচারকের আসতে বসতে যাচ্ছেন তিনি। এ নিয়ে দারুণ উচ্ছ্বাসিত এই গায়িকা। এ বিষয়ে পড়শী বলেন, ‘আমি নিজেও একটি রিয়েলিটি শো থেকে উঠে এসেছি। তখন আমি মঞ্চে গান গেয়েছি। এবার বিচারকের আসনে বসে প্রতিযোগিদের গান শুনবো। একজন প্রতিযোগী যখন স্টেজে গান করে তখন তার গানের সঙ্গে স্বপ্ন, ভয়সহ অনেককিছু কাজ করে। সেই অভিজ্ঞতা আমিও পার করে এসেছি। তাই চেষ্টা করবো আমার অভিজ্ঞতা দিয়ে প্রতিযোগিদের তুলে আনার। পড়শী আরও বলেন, ‘একদিন কুমার বিশ্বজিত স্যার আমাকে বলেছিলেন ‘তুইও একদিন বিচারক হবি’।

পূর্ববর্তী নিবন্ধঅন্তর্জালে ঝড় তুললেন জয়া
পরবর্তী নিবন্ধ‘দাদাগিরি’ নিয়ে ফিরছেন সৌরভ গাঙ্গুলী