চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের ভূমি পরিদর্শনে এসেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব জনাব মো. সাখাওয়াৎ হোসেন। গতকাল বুধবার পরিদর্শন শেষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে উপাচার্যের অফিস কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের জন্য বরাদ্দকৃত ভূমি বিষয়ে তাঁকে অবহিত করেন।
সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, আইসিটি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জনাব ছৈয়দ জাহাঙ্গীর ফজল, এস্টেট শাখার প্রশাসক ড. মো. মইনুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গক্রমে উপাচার্য বলেন, বিশ্বব্যাপি আধুনিক প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে হলে জ্ঞান-বিজ্ঞানের নব নব উদ্ভাবন সম্পর্কে শিক্ষার্থীদের সম্যক ধারণা থাকতে হবে। তিনি বলেন, চবিতে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। উক্ত আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপিত হলে শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তিতে অধিকতর সমৃদ্ধ হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।