জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি

নগর ছাত্রলীগের মিছিল ও সমাবেশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

স্বাধীনতা বিরোধী উগ্র সামপ্রদায়িক, সন্ত্রাস ও জঙ্গিবাদী রাষ্ট্রবিরোধী সংগঠন জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মহানগর ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সংগঠনের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে দারুল ফজলস্থ দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালী মোড়ে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন স্বাধীন দেশের পবিত্র মাটি ত্রিশ লক্ষ শহীদের রক্তে সিক্ত। স্বাধীনতার দুশমন উগ্র সাম্পদায়িক জঙ্গিবাদী সংগঠন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা।
পেট্রোল বোমায় ঝলসানো বাংলাদেশ, বাতাসে লাশের পোড়া গন্ধ মানুষ হত্যার বিভৎস উৎসব বাংলার মানুষ আর দেখতে চাইনা। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ইয়াছিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, খোরশেদ আলম মানিক, সম্পাদক মন্ডলীর সদস্য এম এ হালিম সিকদার মিঠু, ওসমান গনি বাপ্পি, কাজী মাহমুদুল হাসান রনি, আব্দুল আহাদ, শুভ ঘোষ, এম হাসান আলী, সদস্য মোশরাফুল হক চৌধুরী পাবেল, মোহাম্মদ আরাফাত রুবেল, ইমাম উদ্দীন নয়ন, মুহাইমিনুল ইসলাম রাহিম, ওয়াহিদুল আলম, ফরহাদ সায়েম, রাকিব হায়দার, ফখরুল রুবেল, কাজী নাঈম, সুভাষ মল্লিক সবুজ, আশিকুর রহমান প্রিন্স, আরমান, শহিদুল ইসলাম, হাসান হাবিব সেতু, মো. কাইয়ুম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ফয়সাল, ইমাম হোসেন ইমন, জাবেদ রহিম মুন, গোলামুর রহমান রিজান, সুহৃদ বড়ুয়া শুভ প্রমুখ।
সমাবেশে বক্তারা, নগরীর প্রতিটি পাড়া মহল্লায়, দেশবিরোধী এই অপশক্তি ও তাদের দোসরদের চিহ্নিত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধভূমি ব্যবস্থাকে ডিজিটালাইজড করা হচ্ছে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে ২শ লিটার চোলাই মদসহ আটক ২