বাবলুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

| বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রোগমুক্তি কামনায় জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাসুদা এম রশীদ চৌধুরী এমপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরীর উদ্যোগে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদে মাগরিব চট্টগ্রাম হযরত আমানত শাহ (রহ.) মাজার সংলগ্ন মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন নগর যুব সংহতির সদস্য সচিব আবসার উদ্দিন রনি, রেজাউল করিম রেজা, কাজেমুল হাসান শাহেদ, জাকির হোসেন, কায়ছার হামিদ মুন্না, হারুনুর রশীদ, রিয়াজ উদ্দিন রিয়াজ, সেলিম উদ্দিন চৌধুরী, রেজাউল করিম, বাহাদুর হক শাহ্‌, ইমরানুল হক সুমন, আবু হাসান, আরাফাত রহমান কচি, নীল কমল সুশীল, মোহাম্মদ সেলিম, আলী আকবর ভুষন, হাজী আলী আকবর প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিল শেষে দেশ জাতি, বিশ্ব মুসলিম উম্মাহ ও জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর আশু রোগমুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন দরগাহ সংলগ্ন মসজিদের খতিব হাফেজ শাহীন মিয়া।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ
পরবর্তী নিবন্ধএস্ট্রলজার্স সোসাইটির মতবিনিময় সভা