নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় আয়কর অফিসে বেইজমেন্টে রাখা একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। গতকাল সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে মোট নয়টি গাড়ি সংরক্ষিত ছিল। ফায়ার সাভিসের তৎপরতায় বাকি গাড়িগুলো রক্ষা পায়।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, সকাল ৭টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রসঙ্গত, আয়কর ভবনটি ১৪ তলা বিশিষ্ট। ‘পিএইচপি ভবন’ নামে পরিচিত ‘পেলিক্যান মেহজাবিন’ নামের ওই ভবন ভাড়া নিয়ে চট্টগ্রাম কর অঞ্চল কার্যালয় করা হয়েছে।