অবশেষে পুনরায় স্বাভাবিক সেবায় ফিরল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। করোনার উর্ধ্বগামী সংক্রমনজনিত শঙ্কাজনক পরিস্থিতিতে অতি জরুরি ছাড়া সাধারণ রোগীদের ভর্তি ও রুটিন অস্ত্রোপচার সেবা সীমিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ১০ জুলাই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে সেবা সীমিতকরণ সংক্রান্ত এ নির্দেশনা দেয়া হয়।
তবে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় আগের ওই নির্দেশনা বাতিল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সাথে স্বাভাবিক সময়কালীন নিয়ম অনুযায়ী হাসপাতালের সকল ভর্তি ও অপারেশন কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবীরের স্বাক্ষরে গতকাল মঙ্গলবার জারি করা অপর এক অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। গতকালের অফিস আদেশে বলা হয়- ‘কোভিড-১৯ রোগীর ব্যবস্থাপনার নিমিত্তে গত ১০ জুলাই জারি করা এক অফিস আদেশে (স্বারক নং- চমেকহা/প্রশাসন/২০২১/৬৭৭১) কতিপয় নির্দেশনা প্রতিপালনের জন্য বলা হয়েছিল। বর্তমানে কোভিড-১৯ রোগী কমে আসায় বর্ণিত ওই নির্দেশনা বাতিল করা হল এবং পূর্বের নিয়ম অনুযায়ী সকল ভর্তি ও অপারেশন কার্যক্রম চালু রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হল। সব স্বাস্থ্য কর্মকর্তা, নার্সিং কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনের সময় অত্যাবশ্যক ভাবে মাস্ক পরিধান করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে অফিস আদেশে।
সেবা সীমিতকরণ সংক্রান্ত আগের নির্দেশনা বাতিলের সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর আজাদীকে বলেন, ওই সময় করোনা রোগীদের চাপ সামলাতে গিয়ে হাসপাতালের চিকিৎসক-নার্স ও স্বাস্থ্য কর্মীদের হিমশিম অবস্থায় পড়তে হয়। বাধ্য হয়ে অতি জরুরি ছাড়া সাধারণ রোগীদের ভর্তি ও রুটিন অস্ত্রোপচার (অপারেশন) সেবা সীমিত করতে হয়। তবে বর্তমানে করোনা রোগীর সংখ্যা কমে আসায় সেবা সীমিতকরণ সংক্রান্ত আগের ওই নির্দেশনা আমরা বাতিল করেছি। ওটা বাতিলের পাশাপাশি পূর্বের নিয়ম অনুযায়ী সকল ভর্তি ও অপারেশন কার্যক্রম এখন থেকে স্বাভাবিক নিয়মে চালু রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য, সেবা সীমিতকরণ সংক্রান্ত আগের নির্দেশনা বাতিলের মাধ্যমে ৫৭ দিন পর স্বাভাবিক সেবায় ফিরল চমেক হাসপাতাল।