গত রোববার বাংলাদেশ সময় রাত একটায় সুপার ক্লাসিকোতে ব্রাজিলের মাঠে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হলেও মাত্র সাত মিনিটের মাথায় তা স্থগিত করে দেয় ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। খেলা স্থগিত হওয়ার পরপরই ব্রাজিল ছেড়ে নিজ দেশের বিমান ধরেছেন আর্জেন্টাইন ফুটবলাররা। এমিলিয়ানো মার্টিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভান্নি লো সেলসো, ক্রিস্টিয়ান রোমেরো এই চার ফুটবলারকে ঘিরেই যত সমস্যার সূচনা। এই সমস্যাটার কারনেই শেষ পর্যন্ত সুপার ক্লাসিকো মাঠে গড়ালেও তা থামিয়ে দেওয়া হয়। ব্রাজিলের স্বাস্থ্যসচেতনতাুবিষয়ক সংগঠন আনভিসা মাঠে নেমে মার্টিনেজ, লো সেলসো এবং রোমেরোকে মাঠ থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি জানিয়েছে, ম্যাচ অফিসিয়ালদের বাইরের উপস্থিত ব্যক্তিরা স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা। ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার চার খেলোয়াড়ের ব্যাপারে খোঁজ নিতে এসেছেন তারা। এ ঘটনার কিছুক্ষণ পর মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যান আর্জেন্টিনার খেলোয়াড়রা।