ছোট পর্দার জন্য জুটি বাঁধলেন শাকিব-ফারিয়া

| মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৩৯ পূর্বাহ্ণ

গত বছর করোনায় লকডাউন শুরুর আগে মাত্র কয়েকদিনের জন্য প্রেক্ষাগৃহে এসেছিল ‘শাহেনশাহ’ চলচ্চিত্র। যেখানে জুটি বেঁধে সামনে আসেন শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বলা যায়, এরপর তাদের আর কোনও বাণিজ্যিক ছবি সেভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এ তারকাদ্বয় এবার আসছেন টেলিভিশনে। জুটি হিসেবে আবারও তাদের পাওয়া যাবে ছোট পর্দায়। তারা মডেল হয়েছেন বার্জার পেইন্টসের বিজ্ঞাপনে। ফারিয়া বলেন, আমরা দুজনই প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত। আগামী দুই বছর তাদের হয়ে বিভিন্ন প্রচারণামূলক কাজে আমাকে দেখা যাবে। এরই অংশ হিসেবে বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিলাম। গতকাল সোমবার রাজধানীর মেরাদিয়ার একটি শুটিং বাড়িতে বিশাল আয়োজনে চলছে নতুন বিজ্ঞাপনটির দৃশ্যধারণ। এটি পরিচালনা করছেন সামিউর রহমান। ইন্ডি রিলস প্রোডাকশন হাউজের ব্যানারে বিজ্ঞাপনটি প্রযোজনা করছেন দিদারুল ইসলাম শিশির। প্রযোজক জানান, এটি রোমান্টিক ধাঁচের একটি কাজ।
সোম-মঙ্গলবার দুদিনে বিজ্ঞাপনটির শুটিং হবে। দৃশ্যধারণ শেষে মুম্বাই থেকে সম্পাদনা করা হবে। চলতি মাসেই টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে দেখানো হবে এটি। জানা যায়, শাকিব-ফারিয়ার এই বিজ্ঞাপনে জিঙ্গেল গেয়েছেন প্রতীক হাসান ও লুইপা। সংগীত করেছেন প্রীতম হাসান নিজেই।

পূর্ববর্তী নিবন্ধসালমান শাহর মৃত্যু মামলার নিষ্পত্তি হয়নি ২৫ বছরেও
পরবর্তী নিবন্ধকী সারপ্রাইজ দেবেন মাহি!