কুতুবদিয়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে ডুবে যাওয়া আরেক শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার উত্তর ধুরুং চুল্লার পাড়ায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, উত্তর ধুরুং চুল্লার পাড়ার মো. রমিজের মেয়ে সায়মা (৫) ও পাশের বাড়ির ফোরকানের শিশু কন্যা মুবিনা (৬) সন্ধ্যায় পুকুরে গোসল করতে নামে। এ সময় সবার অজান্তেই তারা পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মামুনুল হক সায়মাকে মৃত ঘোষণা করেন এবং অপর শিশুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় জেলা সদর হাসপাতালে রেফার করেন।