জাপানের কেই নিশিকোরির বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে পাওয়া জয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নোভাক জোকোভিচ। নিউইয়র্কে গতকাল রোববার প্রথম সেট হেরে যান জোকোভিচ। এরপর ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেন ৬-৭ (৪-৭), ৬-৩, ৬-৩, ৬-২ গেমে। ছেলেদের এককে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে থাকা ৩৪ বছর বয়সী এই সার্বিয়ানের নিশিকোরির বিপক্ষে এটি টানা ১৭তম জয়। চতুর্থ রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জেনসন ব্রুকসবি।মেয়েদের এককে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অ্যাশলি বার্টির যাত্রা থেমে গেছে তৃতীয় রাউন্ডেই। ঘুরে দাঁড়িয়ে তাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্রের শেলবি রজার্স। ফাইনাল সেটে ৫-২ ব্যবধানে এগিয়ে দুইবার ম্যাচ পয়েন্টের জন্য সার্ভ করেছিলেন উইম্বলডন চ্যাম্পিয়ন বার্টি। কিন্তু র্যাঙ্কিংয়ে ৪৩ নম্বরে থাকা রজার্স স্বাগতিক দর্শকদের সামনে ঘুরে দাঁড়ান দারুণভাবে।