তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো-গানের শিল্পী ইমন চক্রবর্তীর সঙ্গে একটি রবীন্দ্রসংগীত গাইলেন বিচারক কেশব রায় চৌধুরী। গানটির শিরোনাম ‘পুরানো সেই দিনের কথা’। নতুন করে সংগীতায়োজন করেছেন তরুণ গায়ক ও সংগীত পরিচালক কিশোর দাস।
জানা গেছে, এ বছরের মার্চে গানটির ভিডিও শুটিং হলেও করোনার কারণে এতোদিন তা প্রকাশ হয়নি। অবশেষে গত শনিবার সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেন ফারদিন ও তামান্না।
ইমন চত্রবর্তী বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তা হয়েও তিনি সংগীত ভালোবাসেন। তিনি যে পেশায় আছেন, সেখান থেকে গান করা খুবই কঠিন। ব্যাপারটিকে আমি ভীষণ সম্মানের চোখে দেখছি। যখন কেশবদার কণ্ঠ শুনলাম, এরপর অ্যাপ্রোচ সব মিলিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। তাই গেয়েছি। কেশব রায় চৌধুরী বলেন, নিছক শখের বশেই গানটি গেয়েছি। জনসমক্ষে রবীন্দ্রসংগীত গাওয়ার সবচেয়ে বড় ঝুঁকি এই সংগীতের একটা ধরাবাঁধা ছক ও ঢং রয়েছে। ফলে প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গে তুলনাটা চলে সেই নিক্তি ধরেই। এতসব ঝুঁকি মাথায় নিয়েই এই গানটি করেছি।