চট্টগ্রাম ক্লাবের লাইব্রেরি সাব কমিটি আয়োজিত ‘এন এনলাইটেনিং মেমোয়ার বাই প্রফেসর ড. অনুপম সেন’ শীর্ষক স্মৃতিচারণ অনুষ্ঠান গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। এতে প্রফেসর ড. অনুপম সেন বলেন, ধ্রুপদী-প্রাকৃতিক সৌন্দর্য্যের শহর চট্টগ্রাম থেকে কালের বিবর্তনে হারিয়ে গেছে অনেক বনাঞ্চল, পাহাড়, নদী, দিঘি, পুকুর ও খেলার মাঠ। চট্টগ্রামের সৌন্দর্য্য ও পরিবেশ রক্ষা করা সময়ের দাবি। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার রাশেদ হাসান। লাইব্রেরি সাব কমিটির কনভেনার সালামত উল্লাহ বাহার এমবিএ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরি বিভাগের মেম্বার ইনচার্জ সৈয়দ আহসানুল হক (শামীম)। অনুষ্ঠানের চিফ হোস্ট চট্টগ্রাম ক্লাব চেয়ারম্যান নাদের খান অনুষ্ঠানের উদ্যোক্তা লাইব্রেরি সাব-কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা প্রফেসর অনুপম সেন এর মত অত্যন্ত গুণী একজন ব্যক্তিকে সম্মানিত করে নিজেরাই সম্মানিত হলাম। তিনি অতিথির হাতে বিশেষ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাবের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক (মঞ্জু), ক্লাব জেনারেল কমিটির মেম্বার জাবেদ হাশেম (নান্নু), মাহবুবুল কবির খান, আলী আহসান (সেলিম), আজিজুল হাকিম, মনজুরুল আলম (পারভেজ), প্রফেসর ডা. সাইফুদ্দিন মোহাম্মদ তারেক, ডা. ওমর ফারুক ইউছুফ, শোভন এম সাহাবুদ্দিন (রাজ), আব্দুল মান্নান রানা, সোহেল শাকুর, আশিক ইমরান, ফজলে রাব্বি খান, সেলিম নবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।