সিনোফার্ম ও মডার্নার আরো ৩ লক্ষাধিক ডোজ টিকা চট্টগ্রামে

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

সিনোফার্মের ২ লাখ ৫৫ হাজার এবং মডার্নার ৫৮ হাজার ৮০০ ডোজসহ আরো ৩ লক্ষাধিক (৩ লাখ ১৩ হাজার ৮০০) ডোজ টিকা পৌঁছেছে চট্টগ্রামে। রোববার (গতকাল) ভোরে এসব টিকা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিনোফার্ম ও মডার্নার ৩ লক্ষাধিক ডোজ টিকা রোববার ভোরে চট্টগ্রামে পৌঁছেছে। সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে এসব টিকা আমরা গ্রহণ করেছি। এরপর এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে। এর আগে গত ২১ আগস্ট মডার্নার ৩৩ হাজার ৬০০ ডোজ ও সিনোফার্মের ১ লাখ ২৩ হাজার ২০০ ডোজসহ মোট ১ লাখ ৫৬ হাজার ৮০০ ডোজ টিকা আসে চট্টগ্রামে। ১৪ আগষ্ট আসে মডার্না ও সিনোফার্মের ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ। এর মধ্যে মডার্নার ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ এবং সিনোফার্মের ১ লাখ ৯৯ হাজার ২০০ ডোজ টিকা ছিল। এছাড়া কয়েক দফায় অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ৯ লাখের বেশি ডোজ টিকা আসে চট্টগ্রামে।

পূর্ববর্তী নিবন্ধজরিমানা বৃদ্ধির পরও আসছে মিথ্যা ঘোষণায় পণ্যের চালান
পরবর্তী নিবন্ধ৬৮ প্রার্থী ফের মাঠে, মেয়র পদে বিএনপির কেউ নেই