চকরিয়ায় বাসের ধাক্কায় রেললাইন শ্রমিক নিহত

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১২:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ ইসমাঈল (২৭) নামের এক পথচারী নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নোয়াবাজার এলাকায় সড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে। হেটে কর্মস্থলে যাওয়ার সময় পেছন থেকে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। মোহাম্মদ ইসমাঈল চকরিয়া পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নয়াপাড়ার মো. আবুল কালামের পুত্র। তিনি নির্মাণাধীন দোহাজারী-কঙবাজার রেললাইনের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের মামা মো. মানিক বলেন, শনিবার সকালে কর্মস্থলে যেতে হারবাং নোয়াবাজার এলাকার হাইস্কুলের সামনে হেঁটে সড়কের একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিল ইসমাঈল। হঠাৎ কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে সড়কের উপর লুটে পড়ে। সংজ্ঞাহীন ইসমাঈলকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিরিংগা হাইওয়ে পুলিশের এসআই টিটো কুমার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই হানিফ বাসটি পালিয়ে যায়। হাসপাতালে গিয়ে নিহতের ঘটনা ও পরিচয় নিশ্চিত হই। বাসটি ধরার চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক ডা. এল এ কাদেরী কল্যাণমুখী কাজের জন্য চির অমর হয়ে থাকবেন
পরবর্তী নিবন্ধজেনারেল হাসপাতালে শিওরসেলের বাইপেপ মাস্ক হস্তান্তর