১৯৯৭ সালের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র আমিনুল হক (বকুল) চবি স্টেশন চত্বর সংলগ্ন মোজাম্মেল কটেজের নিজ রুমে ঘুমন্ত অবস্থায় জামাত শিবিরের সশস্ত্র সন্ত্রাসীদের হাতে নির্মমভবে খুন হন। বকুলের ২৪তম শাহাদাত বার্ষিকীতে শহীদ বকুল স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়। সংসদের সভাপতি মোহাম্মদ ইউছুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহাত খান রাছির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, কৃষক লীগের জাতীয় পরিষদ সদস্য কৃষ্ণ গোপাল পাল, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব এলাহী, প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়া, এরশাদ হোসেন, রাজু আহমেদ খান, নাছির উদ্দিন টনি, খোরশেদ আলম মুন্না, আব্দুল্লাহ আল মামুন, সোহেল আরেফিন, নুর মোহাম্মদ নাজমুল প্রমুখ।
ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জহিরউদ্দিন মাহমুদ লিপ্টন, মনসুর আহমেদ বিপ্লব, কল্লোল তালুকদার চপল, নুরে আলম তৌহিদ, সুব্রত সেন রাহুল, অধ্যাপক উজ্জল কুমার দেব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বকুল সে সময় অবরুদ্ধ ক্যাম্পাসে মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে মুক্তির প্রতীক হয়ে উঠেছিলেন। যার ফলে ঘাতকরা তাকে খুন করে। বক্তারা বকুলের মৃত্যুর দীর্ঘ ২৪ বছর পরেও হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার না হওয়ায় হতাশা ব্যক্ত করেন এবং চিহ্নিত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।