ইউএনডিপির সহায়তায় চট্টগ্রামে দুই দিনব্যাপী সাপ্লাই চেইন রেসিলিয়েন্সের দ্বিতীয় ধাপ ট্রেনিং অব ট্রেইনার্স প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই), বাংলাদেশ সেন্টার অব এঙিলেন্স (বিসিই) ও পরিকল্পনা মন্ত্রণালয়ের ন্যাশনাল রেসিলিয়েন্স প্রোগ্রামের (এনআরপি) যৌথ আয়োজনে গতকাল শনিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং ডিভিশন প্রধান (অতিরিক্ত সচিব) খন্দকার আহসান হোসেন, এনআরপির প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. নুরুন নাহার, ইউএনডিপির প্রোগ্রাম এনালিস্ট আরিফ আবদুল্লাহ খান, ইউএনডিপির ন্যাশনাল রেসিলিয়েন্সর প্রকল্প ব্যবস্থাপক এস. এম. মোর্শেদ বক্তব্য দেন। এ সময় চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ীদের কাজ বিনিয়োগ করা, কিন্তু ব্যবসা পরিচালনা করেন প্রতিষ্ঠানে নিয়োজিত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তারা। তাই বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে এ জাতীয় কর্মশালা আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। খন্দকার আহসান হোসেন জানান, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল রেসিলিয়েন্স প্রোগ্রাম এমনভাবে সাজানো হয়েছে যেন প্রকল্প পরবর্তীতেও বেসরকারি খাত এটিকে এগিয়ে নিতে পারে। ড. নুরুন নাহার বলেন, করোনা মহামারীসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগেও যেন সাপ্লাই চেইন কার্যকরভাবে অব্যাহত থাকে তার একটি উত্তম পরিকল্পনা থাকা দরকার। আরিফ আবদুল্লাহ খান বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। তাই প্রতিটি বেসরকারি প্রতিষ্ঠানকে উক্ত ঝুঁকি মোকাবিলায় পূর্ব প্রস্তুতি থাকা দরকার। প্রেস বিজ্ঞপ্তি।