হাটহাজারীতে অজগর উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার মুরাদপুর এলাকা থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। গতকাল শনিবার রাতে সহ বন-সংরক্ষক মোস্তফা আল হোসাইনের নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা ফজল কাদের চৌধুরীর সহযোগিতায় বন বিভাগের আওয়তাধীন এলাকায় সাপটি অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, চারিয়া বোর্ড স্কুলের পশ্চিম পাশে মুরাদপুর এলাকায় জলাশয়ে মাছ শিকারের সময় সাপটি জালে আটকা পরে। এলাকাবাসী স্থানীয় বন বিভাগকে খবর দিলে অজগরটি উদ্ধার করা হয়। পরে উপজেলা বন কর্তৃপক্ষ অজগরটি বনে অবমুক্ত করে।
সহ বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন জানান, শনিবার রাতে জলাশয়ে জনৈক ব্যক্তি জাল দিয়ে মাছ শিকার করার সময় অজগরটি জালে আটকা পরে। বিষয়টি আমাদেরকে অবহিত করলে আমরা সাপটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করি। সাপটির দৈর্ঘ্য ১২ ফুট, ১৫ কেজি ওজন। তিনি বলেন, গহীন বনে অজগরের জন্য উপযুক্ত পরিবেশ ও খাদ্য রয়েছে। তাই এখানেই সাপটিকে অবমুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসম্পত্তি দখলের জন্য ব্যবসায়ীকে পুলিশি হয়রানির অভিযোগ
পরবর্তী নিবন্ধবিদ্যুৎস্পৃষ্টে রিকশা চালকের মৃত্যু