জিয়া মুক্তিযোদ্ধা হলে বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি কেন : আইনমন্ত্রী

| রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

জিয়াউর রহমান প্রকৃতই মুক্তিযোদ্ধা হলে দায়মুক্তি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচারের উদ্যোগ কেন নেননি, সেই প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল শনিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের এক মন্তব্যের প্রেক্ষাপটে তিনি একথা বলেন। বিএনপির প্রতি প্রশ্ন রেখে আনিসুল হক বলেন, যদি খুনি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হতেন, কেউ কি তার হাতটা চেপে ধরেছিল যে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না? কেউ কি তার হাতটা চেপে ধরেছিল যে ২৬ সেপ্টেম্বর এই ইনডেমনিটি অর্ডিন্যান্স পাস করা হয়েছে, এই অর্ডিন্যান্স বাতিল করা যাবে না-এই রকম তো কেউ করে নাই। উনি এই বিচারটা করলেন না কেন? খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় দুদিনে আট ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট, দুর্ভোগে গ্রাহক
পরবর্তী নিবন্ধসম্পত্তি দখলের জন্য ব্যবসায়ীকে পুলিশি হয়রানির অভিযোগ