আনোয়ারায় গত দুই দিনে দুই দফায় আট ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটে পড়ে ৭০ হাজারেরও বেশি গ্রাহক দুর্ভোগের শিকার। আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতি শাহমিরপুর (বিদ্যুৎ কেন্দ্র) গ্রেড়ের ৩৩ হাজার (পুরাতন) লাইনের (তার) জাম্পার ও আনোয়ারা সদরের বোয়ালগাঁও বিলে ৩৩ হাজার লাইনের জাম্পার ছিড়ে গেলে বিদ্যুতের ভোগান্তির শিকার হয় বলে জানানো হয়। তাছাড়া গাছ কাটার কারণেও গতকাল শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১ পর্যন্ত পুরো উপজেলায় বিদ্যুৎ লাইন বন্ধ রাখতে হয় বলে জানানো হয়।
আনোয়ারা পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, নানান সমস্যায় জর্জরিত সারা দেশের পল্লী বিদ্যুৎ অফিস। আনোয়ারা উপজেলাও তার ব্যতিক্রম নয়। নাম প্রকাশ না করা শর্তে এক কর্মকর্তা বলেন, পিডিবির চেয়ে অনেক পেছনে পল্লী বিদ্যুৎ। ৩৩ হাজার ও ১১ হাজার বিদ্যুৎ লাইনে (কফার) না থাকার কারনে একটু ঝড় বৃষ্টি হলে গাছের ডালপালা পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাছাড়া পল্লী বিদ্যুতের খুটিতে লাগানো চীন থেকে আমদানীকৃত নিম্ন মানের ইনসুলেটর টেকসই না হওয়ার কারণে বিদ্যুৎ লাইনে বার বার গোলযোগের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ে গ্রাহকরা। তাছাড়া পল্লী বিদ্যুতের ব্যবহৃত মালামাল পিডিবির চেয়ে অনেক নিম্ন মানের। যে কারণে বর্ষাকালে বারবার বিদ্যুতের লাইন মেরামতের ঝামেলায় পড়ার পাশাপাশি গ্রাহক ভোগান্তি বেড়ে যায়।
স্থানীয়রা জানায়, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় হাসপাতাল ও ঘরে অসুস্থ রোগী, বয়স্ক, শিশু ও প্রসূতি মায়েরা অবর্ণনীয় কষ্টের শিকার হয়। আনোয়ারা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবুল মুমিত চৌধুরী দুঃখ প্রকাশ করে বলেন, গত শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা আনোয়ারা সদরের বোয়ালগাঁও এলাকার বিলের ৩৩ হাজার বিদ্যুৎ লাইনের জাম্পার খুলে যাওয়ার কারণে বিদ্যুৎ লাইন চালু করা সম্ভব হয়নি। তাছাড়া গতকাল শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিদ্যুৎ লাইনের গাছ কাটার জন্য বিদ্যুৎ লাইন বন্ধ রাখতে হয়।
তিনি বলেন, ইদানীং শাহমীরপুর গ্রেডের ৩৩ হাজার লাইনের জাম্পার খুলে বার বার বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটছে। অন্যদিকে সড়ক বিভাগ ( পিএবি সড়ক) টানেল সড়ক উন্নয়নে বারবার গাছের ডালপালা কাটতে গিয়ে বিদ্যুৎ লাইনে গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফলে গ্রাহকেরা ভোগান্তিতে পড়ে।