চট্টগ্রামে আরও এক ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আরও একজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। তিন দিন আগে ওই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখন মেডিসিন বিভাগের অধীনে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে চট্টগ্রামে তিনজন রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হল। এর আগে এক নারী ও এক পুরুষ চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে প্রথম শনাক্ত হওয়া নারী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নতুন আক্রান্ত রোগী হালিশহরের বাসিন্দা। তাঁর বয়স ৩৫ বছর। তিনি করোনায় আক্রান্ত না হয়েও মিউকরমাইকোসিস রোগে আক্রান্ত হন বলে চিকিৎসকেরা জানান। হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুযত পাল এ তথ্য নিশ্চিত করেন।
সুযত পাল বলেন, ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন না। তাঁর শরীরের মিউকরমাইকোসিস শনাক্ত হয়েছে। বর্তমানে মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর অতিরিক্ত ডায়াবেটিস রয়েছে। চিকিৎসকেরা জানান, ব্ল্যাক ফাঙ্গাস রোগী অতিসংক্রামক নয়। সরাসরি সংস্পর্শে না গেলে এই রোগ ছড়ানোর কথা নয়। মূলত করোনায় আক্রান্তের পাশাপাশি অন্য নানা সমস্যায় থাকা রোগীদের এই রোগ দেখা দেয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকভাবে সপ্তাহে একদিন ক্লাস
পরবর্তী নিবন্ধজরুরি চিকিৎসায় নতুন যুগে