সিনোফার্মের আরো ২ লাখ ৫৫ হাজার ডোজ আসছে আজ

আসতে পারে মডার্নার টিকাও

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

সিনোফার্মের আরো ২ লাখ ৫৫ হাজার ডোজ টিকা চট্টগ্রামে আসছে আজ। আজ রোববার ভোরে এসব টিকা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছানোর কথা রয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রামের জন্য আরো ২ লাখ ৫৫ হাজার ডোজ সিনোফার্মের টিকা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বরাদ্দকৃত এসব টিকা রোববার ভোরে চট্টগ্রামে এসে পৌঁছাবে বলে আমাদের জানানো হয়েছে। একই সময়ে মডার্নার টিকাও আসতে পারে। তবে মডার্নার কত সংখ্যক ডোজ আসতে পারে, তা শনিবার সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি।
এর আগে গত ২১ আগস্ট মডার্নার ৩৩ হাজার ৬০০ ডোজ ও সিনোফার্মের ১ লাখ ২৩ হাজার ২০০ ডোজসহ মোট ১ লাখ ৫৬ হাজার ৮০০ ডোজ টিকা আসে চট্টগ্রামে। ১৪ আগস্ট আসে মডার্না ও সিনোফার্মের ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ। এর মধ্যে মডার্নার ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ এবং সিনোফার্মের ১ লাখ ৯৯ হাজার ২০০ ডোজ টিকা ছিল। এছাড়া কয়েক দফায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৯ লাখের বেশি ডোজ টিকা আসে চট্টগ্রামে।

পূর্ববর্তী নিবন্ধআজই সিরিজ জিততে চায় বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপ্রাথমিকভাবে সপ্তাহে একদিন ক্লাস