করোনায় রাতে মারা গেলেন পিতা সকালে পুত্র

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ জুলাই, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

করোনায় আক্রান্ত হয়ে বোয়ালখালীতে পিতা-পুত্রের মৃত্যুর করুণ ঘটনা ঘটেছে। রাতে পিতার মৃত্যুর ১২ ঘণ্টা ব্যবধানে পরদিন সকালে পুত্রও চলে যান না ফেরার দেশে। গতকাল বুধবার সকালে ও আগের রাতে উপজেলার চরখিজিরপুর এলাকার মাহাবু উল্লাহ বাড়ির এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা যায়, গত ২২ জুলাই স্থানীয় আবু সৈয়দ চৌধুরীর (৬০) দ্বিতীয় পুত্র মো. আলমগীর (৩৪) করোনা উপসর্গ নিয়ে নগরীর জেনারেল হাসপাতালে ভর্তি হন। একই উপসর্গে পরদিন পিতা আবু সৈয়দ চৌধুরীকেও একই হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ৯টায় পিতা আবু সৈয়দ চৌধুরী মারা যান। গতকাল বুধবার সকাল ৯টায় তার দাফন-কাফনের ব্যবস্থা করার সময় জানা যায় পুত্র মো. আলমগীরও মারা গেছেন। পরে গাউছিয়া কমিটি ও নিষ্ঠা ফাউন্ডেশনের সহযোগিতায় চরখিজিরপুরস্থ গ্রামের বাড়িতে বুধবার সকাল ১১টায় পিতার ও বাদে আছর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পুত্রের দাফন সম্পন্ন হয়।
স্থানীয় পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসনে আরা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত হয়ে একই সাথে পরিবারের দুই সদস্যের মৃত্যুর ঘটনাটি খুবই হৃদয়বিদারক। তিনি এলাকাবাসীকে আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে করোনা রোগীর অস্বাভাবিক চাপ
পরবর্তী নিবন্ধসিআরবি রক্ষায় আমরণ অনশনের ঘোষণা অনুপম সেনের