কক্সবাজারের রামুর কাউয়ারখোপে পাহাড়ি ঢলের সঙ্গে চলে আসা একটি ২০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি গোল্ডেন পাইথন প্রজাতির বলে শনাক্ত করেন সংশ্লিষ্টরা। পরে এটি পাশের বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২৮ জুলাই ) সকালে কাউয়ারখোপ ইউনিয়নের পুর্ব কাউয়ারখোপ মৈষকুম গ্রামে হাসান তালুকদারের পোল্ট্রি ফার্মের সীমানায় বসানো জালে সাপটি আটকা পড়ে।
স্থানীয় বাসিন্দা জাফর আলম জানান, গত ২ দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁকখালী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পানির সাথে অজগর সাপটি চলে আসে এবং জালে আটকা পড়ে। বিষয়টি স্থানীয় পথচারীদের নজরে পড়লে আব্দুর ছালাম নামের এক যুবক সাপটি উদ্ধার করেন। পরে বন বিভাগের লোকজনসহ পাশের বাদইজ্জাকুম সংলগ্ন বনে অবমুক্ত করা হয়।
বনবিভাগের বাঁকখালী বিট কর্মকর্তা রবিউল হাসান জানান, সাপটি গোল্ডেন পাইথন প্রজাতির। এটির ওজন প্রায় ২০ কেজি হতে পারে।












