রাউজানে সরকার ঘোষিত লকডাউনকে কার্যকর করতে জরুরি বৈঠক করেছে উপজেলা প্রশাসন। গতকাল সন্ধ্যায় উপজেলা সম্মেলন কেন্দ্রে এই বৈঠকে ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও থানার ওসি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজানে সংক্রমণ উর্ধ্বগতিতে থাকায় সিএনজি অটোরিকশা বন্ধ ও হাটবাজারের দোকান সমূহ নির্ধারিত সময়ের পর বন্ধ করে দিতে জনপ্রতিনিধিদের সহায়তা চাওয়া হয়েছে। বৈঠকে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, চেয়ারম্যান শফিকুল ইসলাম, রোকন উদ্দিন, সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, জিল্লুর রহমান মাসুদ, সাইদুল ইসলাম প্রমুখ।