আসন্ন শারদীয় দুর্গোৎসব ও অন্যান্য পূজো উদযাপন করার লক্ষ্যে রাজাপুকুর লেইন-মোমিন রোড-জামালখান পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা গত ২২ জুলাই চেরাগী পাহাড়স্থ জেপ.প্রপার্টিজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব ও অন্যান্য পূজো সমূহ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের লক্ষ্যে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ২১নং জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সা. সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত।
পরিষদের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে রাজীব চৌধুরী মিল্টনকে সভাপতি, সুরঞ্জিত চৌধুরী টিপুকে সাধারণ সম্পাদক করে ২০২১-২০২২ সালের জন্য ১০১ সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত কমিটি গঠন করা হয়। সাবেক অর্থ সম্পাদক অজয় কুমার চৌধুরী সাজুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পংকজ দাশ, প্রকৌশলী অমিত ধর, স্বপন মিত্র, শোভন দাশ শুভ, মিঠু দাশ, রাজীব সেন, রাহুল সেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












