সীতাকুণ্ড উপজেলায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে গত ১২ ঘণ্টায় নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগ নেতা শহিদুল আলম রনি। রনির পারিবারিক সূত্রে জানা যায়, করোনার উপসর্গ নিয়ে ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হন শহিদুল আলম রনি। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর থেকে তার অবস্থা অবনতির দিকে যায়। শনিবার রাতে তার মৃত্যু হয়।
শুধু রনি নয়, ১২ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারীসহ আরও দুজন। নিহত মোহছেনা বেগম (৭০) বসবাস করতেন ভাটিয়ারী পাহাড়ে। শ্বাসকষ্টে নিয়ে রবিবার সকালে তিনি মারা যান। এছাড়া রবিবার ভোর ৪টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান উপজেলার কদমরসুল এলাকার খোরশেদ আলম (৬৫) নামের এক ব্যক্তি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, সমপ্রতি সময়ে অন্য এলাকার মতো সীতাকুণ্ডেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। করোনায় আক্রান্ত ব্যক্তিদের ৩ থেকে ৪ শতাংশ রোগীর অবস্থা সংকটাপন্ন হয়। তারাই কেবল হাসপাতালে ভর্তি হন। গত এক সপ্তাহে আমাদের হাসপাতালে আটজন ভর্তি ছিলেন। তাদের মধ্যে চারজনকে ছাড়পত্র দেওয়া হয়।
ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, বর্তমানে করোনার হটস্পট সীতাকুণ্ড। ১২ঘণ্টার ব্যবধানে ৩জন মারা যান। তিনি বলেন, গাউছিয়া কমিটির সহযোগিতায় টিম লিডার মো. নূরুদ্দীন ও মো. শাহজাহানের নেতৃত্বে মৃতদের গোসল, জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয়েছে।