করোনারোগীর পাশে নগর সম্মেলন প্রস্তুতি উপ-কমিটির নেতৃবৃন্দ

স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

| বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১১:৪৭ পূর্বাহ্ণ

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনারোগীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করেছে চট্টগ্রাম মহানগরের প্রথম ভার্চুয়াল সম্মেলন প্রস্তুতি কমিটির উপপরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিলের আয়োজন হয়।
মঞ্চ ও সাজসজ্জা উপ পরিষদের আহ্বায়ক আবদুর রশিদ লোকমানের নেতৃত্বে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বির হাতে ভিটামিন সি যুক্ত ১৫০ কেজি ফল তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন দপ্তর উপকমিটির সদস্য সচিব হায়দার আলী, স্মরণিকা উপকমিটির যুগ্ম আহ্বায়ক ওসমান গণি মানিক, সাংস্কৃতিক উপকমিটির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর হোসেন, রেলি উপকমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান কিরণ, মিডিয়া উপকমিটির যুগ্ম আহ্বায়ক সুমন কান্তি নাথ, সদস্য সচিব রুনা আনছারি।
এতে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সদস্য মহিউদ্দিন আলী নুর, অর্থ উপকমিটির সদস্য শাহাবুদ্দিন বাদশা, সাংস্কৃতিক কমিটির সদস্য মণির উল্লাহ খান, মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সদস্য আমজাদ হোসেন, জাহাঙ্গীর বেগ, শাহাবুদ্দিন খালেদ সাইফু, স্মরণিকা উপকমিটির সদস্য ইসমাইল হোসেন শুভ, দপ্তর উপকমিটির সদস্য মহিউদ্দিন রিসাত, রকিবুল ইসলাম অপু, মোহাম্মদ মঞ্জুর হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ইউএনও সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধআমেরিকান কনক্রিট ইনস্টিটিউটের স্টুডেন্ট প্রজেক্টস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েট