মীরসরাইয়ে বিষপানে কিশোরের আত্মহত্যা

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১১:৪৬ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে বিষপানে সাইদুল ইসলাম (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। গত সোমবার রাত ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার হিঙ্‌গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর ইসলাম পুর গ্রামের চুট্টু মিস্ত্রির বাড়ির আবুল হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের সাইদুল গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিষপান করে। এসময় পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে দায়িত্বরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান। এই বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, পারিবারিক কলহের জেরে উক্ত কিশোর বিষপানে আত্মহত্যার কথা শুনেছি। এই বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তালিকা চেয়েছে ইউজিসি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ইউএনও সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা