চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকোণের ফিচার সম্পাদক এজাজ ইউসুফীর বড় ভাই মোহাম্মদ সেলিম ইউসুফী (৭২) গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি এক সপ্তাহ আগে স্ট্রোক করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কর্মজীবনে তিনি দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে অবস্থান করেন। এছাড়া তিনি ওল্ড প্লাসিডিয়ান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ মাগরিব পাঁচলাইশ আবাসিক এলাকার মক্কি মসজিদের সামনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। সেলিম ইউসুফীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।