রাঙামাটির দুর্গম উপজেলা রাজস্থলীতে করোনা টিকা নিতে সদর হাসপাতালে বাড়ছে মানুষের ভিড়। প্রথম দিকে ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকার দেওয়া হলেও কয়েকদিন ধরে সাধারণ জনগণ সুযোগ পাচ্ছেন। জাতীয় পরিচয়পত্র নিয়ে নিবন্ধন করে এক বা দুই দিন পর টিকা নিতে পারছেন বেশীরভাগ মানুষ। টিকা নিতে আসা রাজস্থলীর বাঙ্গালহালিয়া শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ ও উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা নুরুল হক জানান, ডাক্তাররা যত্ন সহকারে টিকা প্রদান করছেন। এছাড়াও উপজেলার প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের ফোন করে টিকা নিতে উদ্বুদ্ধ করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা জানান, প্রথম দিন ধর্মীয় গুরুসহ নারী-পুরুষ ও জনপ্রতিনিধিরা টিকা গ্রহণ করেছেন। ২য় দিনে সকাল থেকে উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টিকা পেয়েছেন। এতে দিন দিন টিকাগ্রহীতাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, গত সোমবার পর্যন্ত ১ হাজার ৭৯২ জন টিকা নিতে অনলাইনে নিবন্ধন করেছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন, যারা প্রথম দিকে টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন। আমিও সুস্থ আছি। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। ফলে সাধারণ জনগণের আস্থা বেড়েছে। টিকা প্রদানে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা সহযোগিতা করছেন বলে জানান তিনি।