করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় বোয়ালখালীতে চলছে কঠোর লকডাউন। এ নিয়ে স্থানীয় প্রশাসনের তৎপরতার কমতি নেই। গত ৩ দিনে প্রায় শতাধিক মামলা করেছে তারা। আদায় করেছে জরিমানা। কিন্তু তারপরও কমছে না করোনার প্রাদুর্ভাব। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত দুই দিনে এ উপজেলায় শতাধিক রোগী শনাক্ত হয়েছে। যা চট্টগ্রামের ১৪ উপজেলার মধ্যে সর্বোচ্চ।
সংশ্লিষ্টরা জানান, বোয়ালখালীতে ২৫ জুলাই ৩৭ জন, ২৬ জুলাই ৩৮ জন এবং গতকাল তা বেড়ে হঠাৎ ৬৫ জনে গিয়ে ঠেকেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোজাম্মেল হক নামে এক ব্যক্তি লিখেছেন, বোয়ালখালীতে লকডাউনের প্রথম দিকে লোকজন কিছুটা হলেও স্বাস্থ্যবিধি মেনেছে। বর্তমানে তারা স্বাস্থ্যবিধি মানছেন না। অবাধ চলাচল করছেন। ফলে বেড়ে চলছে সংক্রমণ।
বোয়ালখালী ইউএনও নাজমুন নাহার বলেন, করোনায় লকডাউন কার্যকর এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সমন্বয়ে কাজ করছে বিভিন্ন সংস্থা। করোনার রোগী বৃদ্ধি পাওয়ায় সকলকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন তিনি।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জিল্লুর রহমান বলেন, এবার শহরের চেয়ে গ্রামে সংক্রমণের হার সবচেয়ে বেশি। তবুও মানুষ অকারণে ঘর থেকে বের হচ্ছে। আড্ডা দিচ্ছে সকাল-বিকাল। অথচ মাস্ক পড়ে এবং সাবান দিয়ে হাত ধোয়া ও জীবাণুনাশক ব্যবহার করার মাধ্যমে সংক্রমণ হার কমানো সম্ভব। তিনি বলেন, আমাদের উপজেলা হাসপাতালে সেন্ট্রাল অঙিজেনসহ ২৩টি আইসোলেশন বেড সংরক্ষিত আছে। রোগী বেড়ে গেলে আমরা বেড আরো বাড়াতে পারব। আমাদের ৪০টা অঙিজেন সিলিন্ডার ও ৩টি অঙিজেন কনসেন্ট্রেটর আছে। আরও অক্সিজেন সিলিন্ডার সংগ্রহের জন্য আমরা চেষ্টা করছি।