হাটহাজারীর শিকারপুরে ৮নং ওয়ার্ডের দুটি সড়ক চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকাসহ আশপাশের স্থানীয় বাসিন্দাদের। জানা গেছে, গোল আমগাছতল এলাকার এন্ডারসন সড়ক ও দেওয়ান মহসিন সড়কের সংস্কার প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন পার হলেও সড়ক দুটির উন্নয়ন কাজ করা হয়নি।
শিকারপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৮নং ওয়ার্ডের মেম্বার লোকমান হাকিম বলেন, সড়ক দুটি দিয়ে শুষ্ক মৌসুমে লোকজন চলাচল করতে পারে। কিন্তু বর্ষা মৌসুমে, সামান্য বৃষ্টি হলেই চলাচল অযোগ্য হয়ে উঠে। তিনি জনস্বার্থে সড়ক দুটির প্রয়োজন সংস্কার ও উন্নয়ন কাজ করার জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।