নিখোঁজের ১০ দিন পর পুকুর থেকে শাহজাহান (৫২) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর আড়াইটার দিকে নগরের হালিশহর থানার গলিচিপা পাড়ার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। শাহজাহান হালিশহর উত্তরা আবাসিক এলাকার শামসুল হকের ছেলে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ১০ দিন আগে শাহজাহান নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি-৩০৮ নং) করা হয়েছিল।