ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ল গাছ

স্টেডিয়াম সাবস্টেশন এলাকা ৪ ঘণ্টা বিদ্যুৎহীন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

ঝড়ো বাতাসে নগরীর কোতোয়ালী থানার বান্ডেল রোডস্থ সিটি কর্পোরেশনের সেবক কলোনিতে বড় আকৃতির একটি গাছ ভেঙে পড়ে। সীমানা দেয়ালের উপর পড়ায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় কলোনির বাসিন্দারা। এ সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে শর্ট সার্কিট থেকে আগুনও লেগে যায়। গত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া রাতে মোমিন রোড শাহ আনিস মসজিদের সামনেও রাস্তায় গাছ উপড়ে পড়েছে। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত বিদ্যুৎহীন হয়ে পড়ে স্টেডিয়াম সাবস্টেশন এলাকার অধীন পুরো এলাকা।
চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদ আলম চৌধুরী আজাদীকে বলেন, বান্ডেল রোডে ডিবি পাহাড়ে আমাদের সেবক কলোনি আছে। সেখানে সেবকদের জন্য বহুতল ভবন নির্মাণ কাজ চলছে। তাই রাস্তার পাশে অস্থায়ীভাবে সেবকদের থাকার জন্য টিনের ঘর করা হয়। বৃষ্টিতে ডিবির পাহাড় থেকে একটি ফুল গাছ (কড়ই) ভেঙে পড়ে। সীমানা দেয়ালে পড়ায় অল্পের জন্য অস্থায়ী ঘরগুলো রক্ষা পায়। এ সময় শর্ট সার্কিট থেকে তারে আগুন লেগে যায়। তবে দ্রুত সবকিছু নিয়ন্ত্রণে আসে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সপ্তাহ খানেক আগেও এ ধরনের আরেকটি গাছ ভেঙে পড়েছে জানিয়ে তিনি বলেন, সেবারও ভাগ্যের জোরে সবাই রক্ষা পেয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধউত্তাল সাগরে ইঞ্জিন বন্ধ, ডুবল অয়েল ট্যাংকার
পরবর্তী নিবন্ধঝড়ে ডুবল ছয় ট্রলার ৫ জেলে নিখোঁজ