পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে উত্তাল সাগরে জ্বালানি তেল সরবরাহকারী একটি ছোট অয়েল ট্যাংকার ডুবে গেছে। ‘এমটি সুফলা’ নামের জাহাজটি অপর একটি জাহাজে জ্বালানি তেল সরবরাহ করে ফেরার সময় ইঞ্জিন বন্ধ হয়ে ডুবে যায়। জাহাজটির ৯ নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এতে জ্বালানি তেল না থাকায় সমুদ্র উপকূল বড় ধরনের দূষণের হাত থেকে রক্ষা পেয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর নাগাদ সংঘটিত এই ঘটনায় জাহাজটিকে উপকূলের কাছাকাছি এনে বয়া মার্কিং দিয়ে বেঁধে রাখা হয়েছে।
সূত্র জানিয়েছে, এমটি সুফলা নামের মাত্র ১৪ টন ওজনের ছোট্ট একটি জাহাজ আড়াই হাজার লিটারের মতো বাংকার অয়েল নিয়ে পতেঙ্গা সমুদ্র উপকূলের কাছাকাছিতে লাইটারেজ জাহাজে জ্বালানি তেল সরবরাহ দিচ্ছিল। বেলা ১২টা নাগাদ জাহাজটি তেল সরবরাহ দিয়ে ফেরার সময় হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও জাহাজটির ইঞ্জিন স্টার্ট দেয়া সম্ভব হয়নি। এই সময় উত্তাল সাগরে জাহাজটি ডুবে যায়। ‘এমটি মদিনা’ নামের অপর একটি জাহাজ ডুবে যাওয়া জাহাজটিকে টেনে উপকূলের কাছাকাছি এনে রাখে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক দৈনিক আজাদীকে জানিয়েছেন, এমটি সুফলা নামের একটি বাংকার বার্জ পতেঙ্গা সৈকতের অদূরে ডুবে গেছে। এর আগে নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়। জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলেও বন্দর সচিব জানান। তিনি বলেন, জাহাজটি জ্বালানি তেল নিয়ে ওখানেই গিয়েছিল। তেল সরবরাহ দেয়ার পরই ঘটনা ঘটেছে। এতে করে বাংকার বার্জ ডুবলেও সমুদ্র দূষণের ঘটনা ঘটেনি।









