চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে টিকা দেয়ার জন্য দৈনিক দেড় হাজার জনকে এসএমএস পাঠানো হয়। কিন্তু গত কয়েকদিন ধরে এর বাইরে আরো কিছু সংখ্যক টিকাগ্রহীতা আসছেন যারা সুরক্ষা অ্যাপস থেকে পাঠানো এসএমএস দেখাচ্ছেন। যদিও চমেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত তালিকায় (যাদের এসএমএস পাঠানো হয়েছে) তাদের নাম নেই। এ অবস্থায় চমেক কর্তৃপক্ষের সন্দেহ, সুরক্ষা অ্যাপস হ্যাক করে এসএমএসগুলো পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে সুরক্ষা অ্যাপস হ্যাকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল মঙ্গলবার পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (নং ১২৬০) করেছে চমেকে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর।
তিনি বলেন, চমেক হাসপাতাল কোভিড-১৯ টিকাদান কেন্দ্র থেকে প্রেরণকৃত নির্দিষ্ট সংখ্যক এসএমএস বহির্ভূত বিপুল সংখ্যক টিকাগ্রহীতা প্রতিনিয়ত এসএমএস নিয়ে উপস্থিত হচ্ছেন। এতে টিকাদান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। সুরক্ষা অ্যাপস হ্যাক করে অনৈতিক প্রক্রিয়ায় কে বা কারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জিডি করা হয়েছে।
তিনি বলেন, আমাদের আহ্বান থাকবে কেউ যেন অনৈতিক প্রক্রিয়ায় এসএমএসের ব্যবস্থা না করে। বরং কেন্দ্র থেকে প্রদত্ত এসএমএস প্রাপ্তির পরই টিকা গ্রহণ করে।