২৯ জুলাই ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া

| মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

সব অনিশ্চয়তা কেটে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্র জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ২৯ জুলাই বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এসে পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ঢাকায় আসার পর তিন দিন কোয়ারেন্টাইনে থেকে ৩ আগস্ট টিম বাংলাদেশের সঙ্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে অষ্ট্রেলিয়া। এরপর ৪ আগস্ট দ্বিতীয় ম্যাচ। তারপর একদিন বিরতি। আবার ৬ ও ৭ আগস্ট পরপর দুদিন আরও দুটি ম্যাচ। পরে ৮ আগস্ট বিরতি দিয়ে ৯ আগস্ট সফরের শেষ ম্যাচ। এদিকে জিম্বাবুয়েতে সফল মিশন শেষে আগামী ২৯ জুলাই বৃহস্পতিবার দেশে ফিরে আসবে টিম বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধসাধনপুর ফুটবল প্রিমিয়ার লিগ সম্পন্ন
পরবর্তী নিবন্ধসোনা জিতে জাপানের ১৩ বছর বয়সীর চমক