রিওতে সোনা টোকিওতে রুপা

| মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

রিও দে জেনেইরোতে সোনার পদকে পেয়েছিলেন অলিম্পিকের রেকর্ড গড়ে। কিন্তু টোকিও অলিম্পিকসে পারলেন না মুকুট ধরে রাখতে। মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে রুপা পেয়েছেন কেটি লেডেকি। টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে সোমবার ৩ মিনিট ৫৬ দশমিক ৬৯ সেকেন্ড সময় নিয়ে এ ইভেন্টে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস। ৩ মিনিট ৫৭ দশমিক ৩৬ সেকেন্ড টাইমিং নিয়ে রুপা পেয়েছেন যুক্তরাষ্ট্রের লেডেকি। চীনের সাঁতারু বিংজি লি ৪ মিনিট ০১ দশমিক ০৮ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। অবশ্য এই টাইমিং নিয়েই এশিয়ান রেকর্ড গড়েছেন তিনি।
অলিম্পিকের মুকুট খোয়ালেও এই ইভেন্টের বিশ্ব রেকর্ড ও অলিম্পিকের রেকর্ড দুটিই থাকল লেডেকির দখলে। ২০১৬ সালের রিওর আসরে ৩ মিনিট ৫৬ দশমিক ৪৬ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড দুটি গড়েছিলেন তিনি। ব্রাজিলের আসরটি লেডেকি রাঙিয়েছিলেন দারুণভাবে। সেবার ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে চার ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে ২.৬৩ কোটি শেয়ার হাতবদল
পরবর্তী নিবন্ধআর্চারিতে দক্ষিণ কোরিয়ার জয়জয়কার