ক্যাম্প থেকে পালানোর সময় দুই দিনে আটক ২১৭ রোহিঙ্গা

রামু প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

ক্যাম্প থেকে থেকে পালানোর সময় দুই দিনে ২১৭ জন রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত কয়েকদফায় আটক হন ১৩৯ জন রোহিঙ্গা। রামুর জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সামনে বসানো তল্লাশি চৌকিতে ধরা পড়েন তারা। তাদের উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এর আগে রোববার একই স্থানে তিন দফায় ৭৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, রোহিঙ্গারা প্রতিদিনই ক্যাম্প ছেড়ে পালাচ্ছে। গত দুই দিনে ২১৭ জন রোহিঙ্গাকে আটকের পর ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মূলত কাজে খোঁজেই তারা ক্যাম্প ছেড়ে পালাচ্ছে। তবে লকডাউন বাস্তবায়নে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর কারণে ধরা পড়তে হচ্ছে তাদের।

পূর্ববর্তী নিবন্ধলকডাউনে শিল্প কারখানা খুললে ব্যবস্থা : প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধসরকার পতন আন্দোলনের পথে আছে বিএনপি : খসরু