তরুণদের স্বপ্ন দেখতে হবে : সুফি মিজান

| সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:৪১ পূর্বাহ্ণ

তরুণ প্রজন্মের হাতেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। তবে তাদের আরও উদ্যমী হতে হবে। তরুণদের স্বপ্ন দেখতে হবে; অনেক বড় স্বপ্ন এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে করতে হবে অক্লান্ত পরিশ্রম। সেই পরিশ্রম করতে হবে দেশের জন্য, মানুষের জন্য- এমনটিই মনে করেন দেশের অন্যতম সফল শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন, জীবনে বড় হওয়ার যে তাগিদ সেটা কারও কাছ থেকে ধার করা যায় না। সেটা নিজের ভেতর থাকতে হবে। সেটাকে লালন করে, পরিচর্যা করে বড় করতে হয়।
পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান তার ওপর নির্মিত চ্যানেল ২৪-এর এক প্রামাণ্যচিত্রে এসব কথা বলেন। ‘পঞ্চাশের প্রকৃতজন’ শিরোনামে বিশেষ এ প্রামাণ্যচিত্রটি ঈদ অনুষ্ঠানমালার তৃতীয় দিন গত শুক্রবার সকাল সাড়ে ১০টায়, বিকাল সাড়ে ৩টায় ও রাত সাড়ে ৯টায় চ্যানেল ২৪-এ সম্প্রচার হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান পৌরসভায় খোলা বাজারে চাল বিক্রি শুরু
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে খাদ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ