রাউজানের পার্শ্ববর্তী পাহাড় থেকে নেমে লোকালয়ে বিচরণ করছে বানর দল। স্থানীয়রা জানান, পাহাড় থেকে নেমে আসা বানর ক্ষেত খামারের ফলমূল খেয়ে যাচ্ছে। মানুষের বাড়ি ঘরের চাল ও গাছে গাছে লাফালাফি করছে।
উল্লেখ্য, উপজেলার কদলপুর ও পাহাড়তলী ইউনিয়নের পূর্ব পাশে রয়েছে ছোট বড় পাহাড়। ওইসব পাহাড়ে সাধারণত এসব বানরের বিচরণ ছিল। স্থানীয়দের মধ্যে পাহাড়ে খাদ্যাভাব দেখা দেয়ায় বানরগুলো এখন লোকালয়ে নেমে আসতে শুরু করেছে।