কঙ্গোয় সেনা হামলায় ৮ মিলিশিয়া নিহত

| সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

ডিআর কঙ্গোর কর্তৃপক্ষ শনিবার বলেছে, কঙ্গো সেনাবাহিনীর আক্রমণে দু’জন পিগমি এবং ছয়জন মিলিশিয়া নিহত হয়েছে। শুক্রবার সেনাবাহিনী ন্যাশনাল কাহোজি বিগা পার্কে হামলা চালিয়ে তাদের হত্যা করে, এটি বিশ্বের বৃহৎ গরিলা আবাসস্থল। এখানে প্রায় ৯০টি কুঁড়েঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। খবর বাসসের।
কঙ্গো কর্তৃপক্ষ মিলিশিয়া গ্রুপের বিরুদ্ধে এলাকায় অবৈধ খনন এবং স্থানীয় পিগমিদের ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে।
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সশস্র বাহিনী এবং বনরক্ষীরা যৌথভাবে পিগমিদের উচ্ছেদ করতে এই অভিযান চালায়। সংলগ্ন কালেহ অঞ্চলের শীর্ষ কর্মকর্তা পাস্কেল সিমানা বলেন,এতে দুই পিগমি নিহত এবং অন্যরা আহত হয়েছে। তিনি বলেন, কমপক্ষে ৮৭ টি মাটির ঝুঁপড়ি ঘর পুড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধশৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণ আফ্রিকা
পরবর্তী নিবন্ধক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় ৬ সৈন্য নিহত