দাঁড়াতে পারছেন না শুভ

| সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

সিনেমার প্রস্তুতি হিসেবে শারীরিক গঠনের ব্যাপক পরিবর্তন এনে আলোড়ন সৃষ্টি করেছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। তার মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং শুরুর আগে টানা ৯ মাস তিনি কঠোর অনুশীলন করেছিলেন। সেসময় পায়ে চোট পান এই ঢালিউড অভিনেতা। তবে বেশ কয়েক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর তখন সুস্থ হয়েও উঠেন তিনি। এসব একটি তথ্যচিত্র প্রকাশের মাধ্যমে দর্শকদের জানিয়েছেন শুভ।
তবে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই তারকার পুরোনো সে চোট আবার জেগে উঠেছে। প্রায় এক সপ্তাহ ধরে তিনি ঠিকমতো দাঁড়াতে পারছেন না, তাই সারাক্ষণই শুয়ে-বসে কাটাতে হচ্ছে তাকে। খবর বাংলানিউজের।
পায়ের অবস্থা স্বাভাবিক না হাওয়া চিকিৎসকের পরামর্শে শনিবার রাজধানীর একটি হাসপাতালে এমআরআই করিয়েছেন শুভ। আগামী বুধবার টেস্টটির রিপোর্ট পাবেন তিনি। এরপর পরবর্তী করণীয় ঠিক করবেন চিকিৎসক।

পূর্ববর্তী নিবন্ধপোশাকের দাম ১৬৯০ মার্কিন ডলার!
পরবর্তী নিবন্ধইউটিউব ট্রেন্ডিংয়ে অপূর্ব