আনোয়ারায় ২১৫ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে পুলিশ। গত ২৩ জুলাই উপজেলার বটতলী ইউনিয়নের হাজীগাঁও গুচ্ছ গ্রাম প্রকল্পে বসবাসকারী ২১৫ পরিবারকে এই ত্রাণ সহায়তা (খাদ্য সামগ্রী) দেয়া হয়। চট্টগ্রাম পুলিশ সুপারের পক্ষে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলামের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।