সিএসডি গোডাউন শ্রমিকদের ফ্রি ভ্যাকসিন নিবন্ধন ক্যাম্প

| সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

করোনাভাইরাস প্রতিরোধে শ্রমিকদের জন্য ফ্রি ভ্যাকসিন নিবন্ধন ক্যাম্প ও মাস্ক বিতরণ অনুষ্ঠার দেওয়ানহাট সিএসডি গোডাউন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সম্প্রতি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আকরাম হোসেন সবুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সভাপতি সৈয়দ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন দেওয়ানহাট সিএসডি গোডাউন ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, কর্মকর্তা আলাউদ্দিন, সরোয়ার আলম, পাপ্পু ঢালি, ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বাবুল, কোষাধ্যক্ষ মোসলেম, ইউনিয়ন নেতা মোহাম্মদ হাসান, রফিক প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সব সময় শ্রমিদের সুখে দুখে পাশে থাকতে হবে। বিশ্ব যেখানে ভ্যাকসিন নিয়ে হিমশিম খাচ্ছে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্তিক পচেষ্টায় ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ ও দোহাজারী পৌরসভায় ওএমএস’র চাল ও আটা বিক্রি শুরু
পরবর্তী নিবন্ধইউএনওর সঙ্গে হাটহাজারী পূজা পরিষদের মতবিনিময়