জাতীয় শ্রমিক লীগ পটিয়া উপজেলার আওতাধীন ৪ ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ইউনিয়নগুলো হল- কোলাগাঁও, জঙ্গলখাইন, শোভনদন্ডী ও হাবিলাসদ্বীপ। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাংগঠনিক গতিশীলতা আনতে পরবর্তীতে বিলুপ্ত কমিটিগুলোর সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। গত ২৪ জুলাই পটিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সামশুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিক হাসান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।