হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ মো. আবুল হাশেম প্রকাশ রমজান(৩৫) নামে সংঘবদ্ধ এক ডাকাতদলের সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার (২৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুরুতের দোকান এলাকা থেকে তাকে আটক করা হয়।
রমজান ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেন প্রকাশ দেলা মিয়ার পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুরুতের দোকান এলাকায় সংঘবদ্ধ একদল ডাকাতের ডাকাতির প্রস্তুতি নেওয়ার সংবাদ গোপনে অবহিত হয়ে থানা পুুলিশের একটি দল উপ-পরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় অভিযান চালান।
এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ডাকাত দলের পিছনে তাড়া করে ডাকাত রমজানকে আটক করলেও অন্যন্যারা পালিয়ে যায়।
পুলিশ আটককৃত ডাকাতের দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি সচল দোনলা কাটা বন্দুক, ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পলাতক আসামীরা ঘটনাস্থলে অস্ত্র-শস্ত্র সহ ডাকাতির করার উদ্দেশ্যে সমবেত হওয়ায় গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে থানার আরো একটি মামলা রেকর্ড করা হয়।