বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতির কারণে আপত্তি জানিয়েছে গ্রুপের বাকি দুই দল ইরান ও জর্ডান। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাই এশিয়ান কাপের বাছাইয়ের ‘জি’ গ্রুপের ম্যাচগুলো বাংলাদেশ থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান ও ইরান। আগামী ১৫ সেপ্টেম্বরে শুরু হয়ে বাছাই শেষ হবে ২৫ সেপ্টেম্বর। আগের সিদ্ধান্ত অনুযায়ী সিলেটে হওয়ার কথা ছিল ‘জি’ গ্রুপের ম্যাচগুলো। ২৮টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে বাছাইয়ে খেলবে। ভেন্যু সরে যাওয়ার কথা নিশ্চিত করেছেন বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন,‘ভেন্যু সরে যাওয়ার আরও একটি কারণ সিলেট ভেন্যু। সেখানকার সুযোগ-সুবিধা আন্তর্জাতিক মানের নয়। এই সমস্যার সঙ্গে যোগ হয়েছে কোভিড-১৯ পরিস্থিতি। এ কারণে ইরান ও জর্ডান কোনোভাবেই আসতে রাজি নয়।’ ফিফা র্যাঙ্কিংয়ে জর্ডান ৫৯তম এবং ৭০তম স্থানে আছে ইরান। বাংলাদেশের অবস্থান ১৩৭তম। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন জানালেন নিজেদের মাঠে খেলতে না পারার হতাশা। ‘নিজেদের মাঠে খেলতে পারলে ভালো হত। মেয়েরা আরও উদ্দীপ্ত থাকত। কিন্তু এখন তো আর কিছু করার নেই।