জুডোতে জাপানের প্রথম সোনা

| রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১১:৩৮ পূর্বাহ্ণ

টোকিও অলিম্পিকের জুডোতে স্বাগতিক জাপান প্রথম সোনা পেয়েছে। পুরুষ ৬০ কেজি ওজনশ্রেণির ফাইনালে তাইওয়ানের ইয়াং ইউং-উয়েইকে হারিয়েছেন নাওহিসা তাকাতো। ব্রোঞ্জ জিতেছেন কাজাখস্তানের ইয়েলদস স্মেতোভ ও ফ্রান্সের লুকা এমখাইদজে। জাপানের নিপ্পন বুদোকানে সোনার পদক নিশ্চিত হওয়ার পর চোখের পানি ধরে রাখতে পারেননি তাকাতো।

পূর্ববর্তী নিবন্ধচন্দনপুরায় ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধভারতের প্রথম পদক